এড়ুক

এখানে সন্ধ্যা নেমেছিল একদিন…
অজুহাতটুকু তবু ফিরে আসে রোজ,
এখানে সকাল যদিওবা প্রতিদিন,
ফুরায় না কেন রক্ত ভোরের খোঁজ? 

এখানে সমাধি এখানে স্মৃতির স্তূপ,
দোপাটি দোপাটি প্রদীপ, ভিজিয়ে মাটি,
শিউলির রঙে পিছুটান কথা বলে,
সাড়ে তিন হাত বদলে ফেলেছে রূপ…

এখানে আকাশ ফিরে আসে প্রতিদিন…
মঞ্চ সাজায় জোনাকিরা পালা করে,
সাজি ভরে সাজি পর্দা গুটোয় তারা,
হাজির হবেন রাজবেশ পরে ঋণ… 

সংলাপে থাকে মেঘ পাহারার  বুলি…
অভিনয় কিছু শিখিনি, কেঁপেছে আলো,
এখানে সন্ধ্যা ফিরে এলে ভুলি সব!
দোপাটি প্রদীপ শিউলি ঝরায় ভাল…

শিবির

আমি ত্রাণশিবিরে বসে ভাবছিলাম ভিটেমাটির কথা
সেটার এখন দখল নিয়েছে জল …

জল আমার ভিটে আগলে ভাবছিল সেই নদীর কথা
যেখানে তখন ঠ্যালাঠেলি খেলে জল …

নদী শুধু হা করে দেখছে আকাশের ত্রাণশিবিরটাকে
সরকারি বাঁধ ভেঙে কিউসেক ঢল …

আকাশ অসহায় দেখছিল আমার লালচোখের দিকে
যদিও সেখানে তখন ছলাৎ ছল…

 

ছবি সৌজন্য: Facebook

উদয়ন গোস্বামীর জন্ম ১৯৮০ সালে। কলকাতায় জন্ম হলেও কর্মসূত্রে মালদহের বাসিন্দা। বাংলা ভাষা ও সাহিত্যের ছাত্র উদয়ন যদিও পেশায় একজন কমপিউটার প্রশিক্ষক, তাঁর নেশা কবিতা। ২০১৫ সালে অভিযান প্রকাশনা থেকে বেরিয়েছে তাঁর প্রথম কাব্যগ্রন্থ 'ঘষা কাচের জানালা'। দেশ, কবিতা পাক্ষিক, দৌড়, চাকা, চেতনা, জলফড়িং ইত্যাদি বিভিন্ন পত্রপত্রিকায় লেখা প্রকাশিত। তাঁর ভাবনায় চেতন ও অবচেতনের সংযোগকারী সেতু হল কবিতা। কবি সেতুর নির্মাতা। পাঠক ব্যবহারকারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *