কি লিখব, কেন লিখব ভাবতে গিয়ে দেখি সবই লেখা হয়ে গেছে–
সত্যি কি লিখিত হয়ে ওঠে সব! 
রোজ রাতে ছিন্নভিন্ন হয়ে যাওয়া শিরাগুলো পরদিনই জুড়ে গিয়ে
বয়ে নিয়ে চলে মোনোটনি… অনতিক্রম্য অজুহাতে শীর্ষ ছুঁয়ে আসা হাওয়াদের 
অর্জিত প্রত্নবোধের কাছে কোথায় যে হারিয়েছে প্রিয় নুপূর, অবধারিতের কবরীবন্ধনে
অনশ্বর দ্যুতি আজও জেগে আছে ঠায়। পূর্বাশ্রমের স্মৃতির ছলাৎছলে 
বৃথা হয়ে আসে বৈরাগ্য ভণিতা, কে না জানে অনুপুঙ্খে একটুও বিষাদ ছিল না…

শেষ ও শুরুর মাঝে এক ফোঁটা তর্জমারহিত মৌন 
নিস্পৃহার অবতলে ছেয়ে আসে অহেতুক যতিচিহ্নরা…

 

*ছবি সৌজন্য: Artwork Archive

Rajesh Gangopadhyay

জন্ম ১৯৭১ সালে কলকাতায়। বর্তমানে রাজ্য সরকারের কর্মচারী। রাজেশ গঙ্গোপাধ্যায়ের গল্প ও কবিতা দুই বাংলার একাধিক ছোট ও বড় পত্রপত্রিকায় নিয়মিত প্রকাশ পায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *