চার বছরের ছেলে আমার
বলল ডেকে— ship-জাহাজ
আমি তখন বাংলা-জ্বরে
শুনেছিলাম ছিপজাহাজ।

মায়ের কাছে চাইল খোকা
খেলবে বলে doll-পুতুল
নতুন কোনও ব্র্যান্ড ভেবে
সারা বাড়ি হুলস্থুল।

সন্ধ্যাবেলায় ঘাড় উঁচিয়ে
হাঁকল নাতি, চাঁদ-the moon
ভাষার এমন ব্যাভার দেখে
ঠাকুরদাদা হেসেই খুন।

মামার হাতে গাড়ি দেখে
ভাগ্নে শুধায়, গাড়ি কার?
মুচকি হেসে মাসি জানান,
আপনার-ই তো মশাই-sir।

ভূতের ছড়া লিখতে গিয়ে
হররমন্ত্রীর নতুন পিএ
আঁধার রাতে খিড়কি দিয়ে
দৌড়ে গেল বুক চিতিয়ে।

শ্মশানধারে শ্যাওড়া গাছে
কামড় দিয়ে কাঁচা মাছে
পরস্পরে বসে কাছে
মায়েঝিয়ে উকুন বাছে।

পিএ ভায়া পেত্নী দেখে
ভয়ের চোটে পেনটি রেখে
ভূতের কাজল চোখে মেখে
আসল ছড়া লিখতে শেখে।

পরের দু’দিন দপ্তরেতে
ইচ্ছা তার হল না যেতে,
ভুলেও ভাজা ইলিশ খেতে
ভূতের ছড়ায় রইল মেতে।

ছবি সৌজন্য: Pixels.com 

পেশায় শিক্ষক দিলীপকুমার ঘোষের জন্ম হাওড়ার ডোমজুড় ব্লকের দফরপুর গ্রামে। নরসিংহ দত্ত কলেজের স্নাতক, রবীন্দ্রভারতী থেকে বাংলা সাহিত্যে স্নাতকোত্তর। নেশা ক্রিকেট, সিনেমা, ক্যুইজ, রাজনীতি। নিমগ্ন পাঠক, সাহিত্যচর্চায় নিয়োজিত সৈনিক। কয়েকটি ছোটবড় পত্রিকা এবং ওয়েবজিনে অণুগল্প, ছোটগল্প এবং রম্যরচনা প্রকাশিত হয়েছে। সাম্প্রতিক সময়ে 'সুখপাঠ' এবং 'উদ্ভাস' পত্রিকায় রম্যরচনা এবং দ্বিভাষীয় আন্তর্জালিক 'থার্ড লেন'-এ ছোটগল্প প্রকাশ পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *