কাকাই-এর সঙ্গে গল্পবিজ্ঞান: জাড্য

“তোর মাথায় এরকম আলু হল কী করে রে পাপাই?”
রুমকির প্রশ্নটা শুনে গম্ভীর মুখ করে পাপাই বললো “জাড্য, জাড্য।”
“আবার স্কুলে মার খেয়ে এসেছিস তো?”
“নাহ, মাথা ঠুকে গেছে।”
তুষ্টুর ছুটি

পরীক্ষা শেষ। ছুটি পড়তে চলল। সবাই বেড়াতে যাবে। সবাই মজা করবে। আর আমি বাড়িতে বসে বসে ছুটির কাজ করব। উফ! আর ভাল লাগে না। স্কুল থেকে দিয়ে দিল চার পাতা হলিডে হোমওয়ার্ক। তাও আবার দু সপ্তাহের ছুটির জন্য। এর চেয়ে ভাল স্কুলে চলে যাওয়া।
গুপ্তিপাড়ার গুপি

বলছি চুপি চুপি,
গুপ্তিপাড়ার গুপি
খিদে পেলেই ডিগবাজি খায়,
মাথায় দিয়ে টুপি।