ঝিলমের জন্ম ১৯৮৪ -তে। দর্শনের ছাত্রী ছিলেন। লেখায় প্রবেশ সাতাশ বছর বয়সে। অনুভূতির গভীরে তাঁর লেখার শিকড়। ২০১৫ সালে প্রথম কাব্যগ্রন্থ "নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা"। ২০২০-তে দ্বিতীয় কাব্যগ্রন্থ "বৃষ্টি পড়া বাড়ি", প্রতিভাস থেকে। ২০২১-এ প্রকাশিত হয় তৃতীয় কবিতার বই "আখরোট" এবং ওই একই বছর, কাশ্মীর থেকে তাঁর বাংলা কবিতার ইংরাজি অনূদিত কাব্যসংকলন- "Memoir Of a Girl" প্রকাশিত হয় মৌলীনাথ গোস্বামীর অনুবাদে। বিভিন্ন পত্র-পত্রিকায় নিয়মিত লিখে চলেছেন। "দেশ" অনলাইন পত্রিকায় "নির্বাচিত কবি"-র সম্মান পেয়েছেন। লিখতেই হয় তাঁকে ঈশ্বরের অদৃশ্য নির্দেশের মতো।
খুব ভালো একটা কবিতা পড়লাম – কবির কবিতা অক্ষয় হোক।
অনেক ধন্যবাদ আপনাকে…
ঝিলমের কবিতার সঙ্গে আমার পূর্ব পরিচয় আছে। নিখুঁত শব্দে ও ভাববিন্যাসে তাঁর এক একটি কবিতা অমোঘ হয়ে ওঠে। এই কবিতাটিও তেমন। কবি ও বাংলা লাইভ ডট কম-কে আমার শুভেচ্ছা অফুরান।
কবিতায় সত্যের দিকে এই ভূমিকাবিহীন ইঙ্গিত বড়ো ভালো লাগে।