ডুব দাও, দেখো জুড়োবেই
আঁধার তো শীতল মেয়ে, আর কেউ নয়
তোমার কানের রোমে এসে বসেছে মৌরলার ঝাঁক
তারা কী বলছে, শোনো, বলছে সেই কৃষিকাজের কথা
যেখানে ফসল আর ক্ষেত দুই বন্ধু চিরকাল
উড়ছে দিগন্তে লীন মাছরাঙা রঙের মৌতাত
দূ-র বেয়ে ডেকে উঠছে হন্যে হওয়া হাওয়ার বল্কল–
ও মনু…ঘরে ফিরে চল…আজ সব কাজ শেষ হল!
তুমি চির অচেনা যুবক
কালভার্টে বসে থাক কোকিলের গানের মতন
লেখো বৃন্ত
লেখো কুর্চিফুল
তোমাকে দেখছি, তুমি বটগাছ হয়ে যাচ্ছ ক্রমে….
ডুব দাও, নাভি ঠান্ডা হবে
এইবার ঘরে ফিরে লিখতে বসবে তুমি অযাচিত মাটির কবিতা…

 

*ছবি সৌজন্য: Pinterest

ঝিলমের জন্ম ১৯৮৪ -তে। দর্শনের ছাত্রী ছিলেন। লেখায় প্রবেশ সাতাশ বছর বয়সে। অনুভূতির গভীরে তাঁর লেখার শিকড়। ২০১৫ সালে প্রথম কাব্যগ্রন্থ "নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা"। ২০২০-তে দ্বিতীয় কাব্যগ্রন্থ "বৃষ্টি পড়া বাড়ি", প্রতিভাস থেকে। ২০২১-এ প্রকাশিত হয় তৃতীয় কবিতার বই "আখরোট" এবং ওই একই বছর, কাশ্মীর থেকে তাঁর বাংলা কবিতার ইংরাজি অনূদিত কাব্যসংকলন- "Memoir Of a Girl" প্রকাশিত হয় মৌলীনাথ গোস্বামীর অনুবাদে। বিভিন্ন পত্র-পত্রিকায় নিয়মিত লিখে চলেছেন। "দেশ" অনলাইন পত্রিকায় "নির্বাচিত কবি"-র সম্মান পেয়েছেন। লিখতেই হয় তাঁকে ঈশ্বরের অদৃশ্য নির্দেশের মতো।

4 Responses

  1. ঝিলমের কবিতার সঙ্গে আমার পূর্ব পরিচয় আছে। নিখুঁত শব্দে ও ভাববিন্যাসে তাঁর এক একটি কবিতা অমোঘ হয়ে ওঠে। এই কবিতাটিও তেমন। কবি ও বাংলা লাইভ ডট কম-কে আমার শুভেচ্ছা অফুরান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *