কবে যেন লগি ঠেলে ঠেলে
এগিয়ে দিয়েছিলাম নৌকো জোয়ারের মুখে;
চরের পাখিরা ঘাড় ঘুরিয়ে
দেখেছিল আমাকে ভীষণ কৌতুকে।

আকাশ ছিল ঝাঁঝাঁ রোদে পোড়া—
নীলাকাশ মুখ দেখছিল আয়না জলে;
আমার ছিল না কোনও তাড়া—
খুব আমোদে মেতেছিল তারা, ঘড়া

ভরতে এসেছিল যারা নদীঘাটে;
আমি তো এক নওলকিশোর,
চোরা-চোখে তাকাই তাদের পানে;
সূর্য তখন ঢলেছে পশ্চিম মাঠে।

কোনওদিন কলম ধরব ভাবিনি,
ভেবেছিলাম, লগি ঠেলে পার করব জীবন।
নক্ষত্রের ভিড় ঠেলে যাব বহুদূর—
মাথার চুলে জোনাকি, ফিরব যখন।

লগি ঠেলে বেরিয়েছিলাম যেদিন,
সেদিন কী জানতাম, নিয়তি বেঁধেছে
আমাকে অক্ষরে, অক্ষরেই পুড়ে পুড়ে
শোধ দিতে হবে জীবনের ঋণ!

 

* ছবি সৌজন্য – Pinterest 

অজিত বাইরীর জন্ম হুগলি জেলার কনকপুর গ্রামে। পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগে আধিকারিকের পদে যোগদান ১৯৭১ সালে, অবসর গ্রহণ করেন 2008 সালে। অজিত বাইরীর কাব্য়গ্রন্থের সংখ্য়া ২৩। এর মধ্য়ে রয়েছে 'অবেলায় রোদ্দুরে তোমার মুখ', 'প্রিজন ভ্য়ান এবং কালপুরূষ', 'শব্দের টেরাকোটা', 'আগুনের চাদর', 'বিষণ্ণ অর্কিড'। তিনি একটি উপন্যাস ও একটি গল্পগ্রন্থও প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *