মনে করে দ্যাখো— ইদানীং কোনো প্রশ্ন করা যাচ্ছে আর?
শেষ কবে অসন্তোষ জানিয়েছ প্রকাশ্য-চিৎকারে?

আনাচেকানাচে ঘোরে গেস্টাপো-এজেন্ট
অন্ধকার হয়ে আসে, হাওয়া হয়ে সরে যায় প্রতিবাদ খুলে।

অথচ, বলার ছিল। ছিল না কি বেঁচে থাকা বিষয়ক কথা
শহরে-নগরে-গ্রামে, মাঠে ও নদীতে?

এখন বাউল একা দু-কলি পুরনো গায়।
চন্দন-রংয়ের সব পাখিও জেনেছে
নতুনের শিসে আজ নিষেধাজ্ঞা আছে!
যেন সব ভাল আছে! ‘ভালো আছি, ভালো থেকো’ শ্লোক হয়ে ওড়ে
রাজ্য থেকে দেশ থেকে, পৃথিবীর পথে ও প্রান্তরে!

তাহলে সম্মুখে আর যুদ্ধমাঠ নেই?
নেই কোনও প্রকৃত ভ্যানগার্ড?
হয়তো-বা সিন্ধান্ত এই— এ-জীবন থাবার তলায়
বসবাস করে

                                                        

জনপ্রিয় কবি ও গদ্যকার। ধুলোখেলা গ্রন্থের জন্য পেয়েছেন বাসুদেব দেব সংসদ সম্মান ২০১৪। উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ ওড়ে চিঠি তোমার শহরে, ধ্যান আর ধুলোর ভাস্কর্য, ভালোবাসা, ভালো, হে বিষাদ, ছুঁয়ে থেকো, মেহগিনি মেমরিজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *