আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে প্রতি বছরের মতোই এই বছরেও বেজে উঠল আগমনীর সুর| সেপ্টেম্বরের ২৮ ও ২৯ তারিখে সম্পন্ন হল দুর্গা পুজো|

২০০১ সালের বিজয় দশমীতে ডাবলিনের বাঙালিরা একত্রিত হয়েছিলেন| গল্পের মাঝেই বাংলা সাংস্কৃতিক সমিতি তৈরি করার কথা মাথায় আসে তাঁদের| আয়ারল্যান্ডে অবস্থিত ভারতীয় এমব্যাসিতে কর্মরত স্বপন মাসিদের তৎপরতায় তৈরি হয় সেইখানকার বাংলা সাংস্কৃতিক সমিতি ‘সুজন’|
সেই বছর সুজন প্রথম বার আয়োজন করে ডাবলিনে দিওয়ালি পার্টি| এর পরের বছর ২০০২ সালে আয়োজন করা হয় সরস্বতী পুজোর | এখানেই শেষ নয় মে মাসে সেই বছর রবীন্দ্রজয়ন্তী-ও আয়োজন করে সুজন|

সুজন আয়োজিত প্রথম দুর্গা পুজো অনুষ্ঠিত হয়েছিল ডাবলিনের ক্লোনটার্ফের সেন্ট অ্যান্টনি চার্চে | সেটাই ছিল আয়ারল্যান্ডের প্রথম দুর্গা পুজো| কিন্তু মাত্র এক দিনের মধ্যেই দুর্গা পুজো সেড়ে ফেলতে হয়েছিল| এখন দু’দিন ধরে অনুষ্ঠিত হয় দুর্গা পুজো| ২০০৮ সালে প্রথম বার কুমারটুলি থেকে দুর্গা প্রতিমা নিয়ে গিয়ে পুজো করা হয়|
পুজোর পাশাপাশি জোর খাওদাওয়ার ও ব্যাবস্থা থাকে| একই সঙ্গে এই দু’দিন নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের ও আয়োজন করা হয়| এই অনুষ্ঠানে বাচ্চা থেকে বুড়ো সবাই অংশগ্রহণ করেন|