সুদূর ক্যানাডার ক্যালগারিতে বসেও বেঙ্গলি অ্যাশোসিয়শন অফ ক্যালগারি বা বিএসি-র সদস্যরা মা দুর্গার বন্দানা করতে ভোলেন না| প্রতিবছরই মহা ধূমধামের সেখানে সঙ্গে উৎযাপিত হয় দুর্গা‚ কালি ও সরস্বতী পুজো| এইবছর ১২ থেকে ১৪ অক্টোবর দুর্গা পুজোর আয়োজন করেছে বিএসি| ৪২৬ জন বাঙালি পরিবার এই পুজোয় অংশগ্রহণ করবেন| পুজো আরম্ভ হয়েছিল ১৯৮১ সালে| এই মুহূর্তে সব মিলিয়ে চারটে দুর্গা পুজো হয় সেখানে| তবে বেঙ্গলি অ্যাশিসিয়শনের দুর্গা পুজো সব থেকে বড় ও প্রাচীন| প্রতি পাঁচ বছর অন্তর কুমারটুলি থেকে এয়ার ক্যানাডার বিমানে চড়ে ফাইবারের  দেবীমূর্তি নিয়ে যাওয়া হয়|

বিদেশে উইকএন্ডে বা সপ্তাহন্তে পুজোর চল আছে| ক্যালগারিতেও তার অনথ্যা হয় না| শনিবারের সকালে অনুষ্ঠিত হয় ষষ্ঠীর বোধন‚ সন্ধ্যাবেলায় সপ্তমী| রবিবার অনুষ্ঠিত হয় অষ্টমী ও নবমীর পুজো| অন্য বছর ওই একই দিনে মাকে বিদায় জানানো হয়| কিন্তু এই বছর সোমবার থ্যাঙ্কস গিভিং -এর ছুটি তাই সেদিন সিঁদুর খেলা ও ঢাকের তালে নাচ হবে| পুজোর পাশাপাশি নানারকম সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়| এই বছর কলকাতা থেকে শিসপিয়া ব্যানার্জি ও সা রে গা মা পা-এর ফাইনালিট শ্রেয়সী ভট্টাচার্য পারফর্ম করবেন| সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি খাওয়া দাওয়ার ও ব্যাবস্থা থাকে| এছাড়াও প্রতিবছর পুজো উপলক্ষে একটি পত্রিকাও ছাপা হয়‚ যেখানে সদস্যদের লেখা গল্প‚ কবিতা ছাপা হয়| বিদেশের মাটিতে বাঙালি সংস্কৃতিকে মনে রেখে পুজো করা হয় বলে সেখানকার মেয়র এবং ক্যানাডার প্রধান মন্ত্রীর অফিস থেকে প্রসংসাপত্র পাঠানো হয় বিএসি-র সদস্যদের|

১৯৭০ সালে ক্যালগারিতে অবস্থিত পঞ্চাশটা বাঙালি পরিবার মিলে তৈরি করেছিল বেঙ্গলি কালচারল অ্যাশোসিয়েশন অফ ক্যালগারি| তাঁদের প্রধান উদ্দেশ্য ছিল বিদেশের মাটিতে বাংলা সংস্কৃতিকে ধরে রাখা| কিন্তু তিনবছর বাদে মুসলিম সদস্যরা আলাদা হয়ে যান| ২৪ এপ্রিল ১৯৭৮ সালে বেঙ্গলি কালচারল অ্যাশোসিয়শন অফ ক্যালগারির জন্ম হয়| ১৯৮১ সালে অনুষ্ঠিত হয় প্রথম দুর্গা পুজো| ২০০৭ সালে নাম পরিবর্তন করে বেঙ্গলি অ্যাশোসিয়শন অফ ক্যালগরি করা হয়| এঁদের প্রধান উদ্দেশ্য হিন্দু ধর্মের প্রচার|

বিভিন্ন ধার্মিক অনুষ্ঠান ছাড়াও বিএসি নানা কাজের সঙ্গে যুক্ত হয়েছে| এর ফলে উপকৃত হয়েছে সমাজের সবাই| বিএসি নিয়মিত রেড ক্রস সোসাইটি কে আর্থিক ভাবে সাহায্য করে| এছাড়াও নিয়মিত রক্তদান শিবিরের ও আয়োজন করা হয়| এখানেই শেষ নয় বিভিন্ন সমাজিক কাজের সঙ্গেও বিএসি-র সসস্যরা যুক্ত আছেন

2 Responses

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *