আঁচল শর্মা সুপারহিরোদের মত পোশাক পরেন না ঠিকই‚ কিন্তু দিল্লির রঙ্গপুরী বস্তির কয়েক হাজার বাচ্চার জন্য আঁচল ‘দিদি’ এক জন সুপারহিরো| কেমোথেরাপি নিয়ে সোজা আঁচল হাজির হন বস্তিতে, সঙ্গে থাকে বাচ্চাদের জন্য গরম খাবার|বাচ্চারাও তাদের ‘দিদি’-র জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে| আঁচল জানিয়েছেন ওঁকে দেখে বাচ্চাদের চোখে মুখে যে আনন্দ ফুটে ওঠে সেটার থেকে বড় পাওনা আর কিছু হয় না|

ছোট থেকেই আঁচলকে অনেকে কিছু সহ্য করতে হয়েছে| দিনের পর দিন উপোস করে কেটেছে| বাড়ির লোকের হাতে নিয়মিত নির্যাতিত হতে হয়েছে| চোখের সামনে বোনের মৃত্যু দেখেছেন আঁচল| সব শেষে ২০১৭ সালে স্টেজ থ্রি ব্রেস্ট ক্যান্সার ধরা পড়ে ওঁর|

কিন্ত দিল্লির এই সাহসিনী কোনও পরিস্থিতেই হার মানবেন না বলে ঠিক করেছেন| নিজের জমানো টাকা খরচ করে উনি নিয়মিত ১০০-২০০ বাচ্চাদের খাওয়ান‚ ওঁর জীবন অনেকের কাছে অনুপ্রেরণা হয়ে দাঁড়াতে পারে|

আঁচলের জন্ম এক দরিদ্র পরিবারে‚ ওঁর বাবা একজন অটো চালক ছিলেন| কিন্তু খুব বেশি দিন সেই কাজ করতে পারেননি। অটোর মালিক ওঁকে তাড়িয়ে দেন| বেকারত্ব থেকে মদে আশক্ত হয়ে পড়েন| মাঝে মধ্যেই মদ্যপ অবস্থায় স্ত্রী ও মেয়েদের গায়ে হাত তুলতেন| তিন ছেলে মেয়ের মুখে অন্ন জোগাতে আঁচলের মা একটা কারখানায় মজুরের কাজ নেন| কিন্তু কয়েক মাসের মধ্যে সেই কারখানা বন্ধ হয়ে যায়| আঁচল জানিয়েছেন সেই সময় ওঁদের দীর্ঘ সময় কেটেছে উপোস করে| এমনও দিন গেছে যখন সারা দিনে মাত্র একটা রুটি খেতে পেয়েছেন | আঁচল সেই সময় অষ্টম শ্রেণিতে পড়তেন| বাধ্য হয়ে স্কুলে ছাড়তে হয় ওঁকে| উনি একটা ট্রেডিং ফার্মে রিসেপশনিস্টর চাকরি পান| মাসে চার হাজার টাকা পারিশ্রমিক| পড়াশোনা শেষ না করলেও আঁচল খুব তাড়াতাড়ি অফিসের কাজে সিদ্ধহস্ত হয়ে যান| ঝরঝরে ইংরেজিতে আঁচল জানিয়েছেন ‘ আমি সেই সময় কিছু জানতাম না| কিন্তু নিজের চেষ্টায় সব শিখেছি|’

এর ফলে আঁচল কেরিয়ারে দ্রুত সফলতা পান| একটা রিয়েল এস্টেট সংস্থায় চাকরি পেয়ে যান উনি| পাশাপাশি ওঁর পারিশ্রমিক ও বাড়তে থাকে| কিন্তু এক বন্ধু ওঁকে ঠকিয়ে আড়াই লক্ষ টাকা নিয়ে নেয়| ভেঙে না পড়ে আরও মন দিয়ে কাজ করতে লাগলেন আঁচল| খুব শিগগির ওঁর পদোন্নতি হয় এবং উনি ওঁর পরিবারের জন্য একটা ফ্ল্যাট ভাড়া নিতে পারেন|

অন্য দিকে আঁচলের ছোট বোন পরিবারের বিরুদ্ধে গিয়ে তাঁর প্রেমিককে বিয়ে করেন| বোনের সিদ্ধান্তে এক মাত্র মত ছিল আঁচলের| বিয়ের পাঁচ মাস বাদে বোনকে খুন করেন তাঁর স্বামী| বোনের অকস্মাৎ মৃত্যু মেনে নিতে পারেননি আঁচল| বোনের খুনিকে উচিত শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেন| এর ফলে আঁচলকেও প্রাণের হুমকি দেওয়া হয়| অনেক লড়াই করে অবশেষে বোনের খুনিকে যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি দেয় আদালত|

এই ঘটনাটা আঁচলের পরিবারকে নড়িয়ে দেয়| আত্মীয়স্বজনদের পরামর্শে আঁচলের তাড়াতাড়ি বিয়ের ব্যাবস্থা করেন তাঁরা| এই বিয়েতে খুশি ছিলেন না আঁচল| আঁচলের স্বামী তাঁকে নিয়মিত মানসিক এবং শারীরিক নিপীড়ন করতেন| তিন মাসের মধ্যে স্বামীর ঘর ছেড়ে বেরিয়ে আসেন আঁচল এবং নিজের রিয়েল এস্টেটের ব্যবসা আরম্ভ করেন|

একা হাতে আঁচল ওঁর মা বাবার দেখাশোনও করতেন| এই সময় নিজের বাড়িও বানানো আরম্ভ করেন উনি| কিন্তু দুর্ভাগ্যবশত পৌরসভার আদেশে সেই বাড়ি ভেঙে ফেলা হয়| নিজের দিকে নজর দেওয়ার সময় ছিল না আঁচলের| অনেক দিন ধরেই বুকের একপাশে একটা মাংসপিন্ড গজাচ্ছিল| কিন্তু পাত্তা না দিয়ে আঁচল নিজের কাজ ও বাবা মাকে নিয়ে ব্যস্ত রইলেন|

অবশেষে ২০১৭ সালে স্টেজ ৩ ব্রেস্ট ক্যান্সার ধরা পড়ে| আঁচলের কথায় ‘সিনেমাতেও মাঝে মধ্যে হিরোদের হার হয়| কিন্তু আমার বেলায় সেটা হতে দিইনি| ভেঙে না পড়ে আমি ক্যান্সারের মোকাবিলার জন্য নিজেকে তৈরি করলাম| ‘

চিকিৎসা চলাকালীন এক দিন হাসপাতল থেকে ফেরার সময় ট্রাফিক সিগন্যালে কয়েকজন বস্তির ছেলে মেয়ে আঁচলের কাছে ভিক্ষা চায়| উনি টাকা দেওয়ার বদলে সেই বাচ্চাদের কাছের একটা ধাবাতে নিয়ে যান খাওয়াতে| কিন্তু সেই ধাবা মালিক গরীব বাচ্চাদের খাওয়াতে মানা করে দেন| অন্য একটা খাবার জায়গায় বাকি অতিথিরা ওঁদের দেখে খাওয়ার মাঝেই উঠে চলে যান| অন্যদের এই রকম ব্যাবহার দেখে স্তম্ভিত হয়ে যান আঁচল| সেই দিনই উনি ঠিক করেন ওই বাচ্চাদের প্রতি দিন খাওয়াবেন উনি|

প্রথমটায় নিজেই রান্না করে রঙ্গপুরীর বাচ্চাদের খাওয়াতেন উনি| কিন্তু কিছু দিনের মধ্যেই ওঁর জমানো টাকায় টান পড়লো| কয়েকমাস বাদে উনি নিজের এনজিও খোলার সিদ্ধান্ত নিলেন| সংস্থার নাম রাখলেন ‘মিলস অব হ্যাপিনেস’ | অনেকেই দান করলেন| কিন্তু এতেও সমস্যা দেখা দিল| আঁচলের কথায় ‘ অনেকে তাঁদের জন্মদিন বা বিবাহ বার্ষিকীতে টাকা দিয়ে সাহায্য করে| সেই দিনগুলোতে আমি ২০০০ বাচ্চাকে খাওয়াতে পারি| কিন্তু অন্য দিন টাকা না থাকায় ২০০-র বেশি বাচ্চাদের খাওয়াতে পারি না|’

আঁচলের স্বপ্ন ৫০০০ বাচ্চার মুখে নিয়মিত অন্ন তুলে দেওয়ার| ইদানিং তাই উনি সোস্যাল মিডিয়ার মাধ্যমে ক্রাউড ফান্ডিং করে নিজের স্বপ্নের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন | যে হাসপাতালে ওঁর চিকিৎসা চলছে সেইখানকার বেশ কয়েক জন ডাক্তার ইতিমধ্যেই এগিয়ে এসেছেন আঁচলকে সাহায্য করতে| তাঁরা নিয়মিত আঁচলের সঙ্গে বস্তিতেও যাওয়া আসা করেন|

আঁচলের এখনও চার বছর সময় লাগবে সম্পূর্ণ নিরাময় হতে| তবে উনি জানিয়েছেন যত ক্ষণ প্রাণ আছে তত ক্ষণ উনি বস্তির বাচ্চাদের খাওয়াদাওয়ার ব্যাবস্থা করবেন|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *