১৯৭৮ সালের ২৩ জুন, শ্রীসন্দীপ দত্তর লিটল ম্যাগাজিন লাইব্রেরি স্থাপন করেন। সেই থেকেই তাঁর নামটি লিটল ম্যাগাজিনের সঙ্গে আষ্টেপৃষ্টে জড়িয়ে গেছে। এই লিটল ম্যাগাজিন লাইব্রেরি গড়ে তোলার পেছনে একটা ছোট ইতিহাস রয়েছে। ১৯৭২ সালে ছাত্রাবস্থায় সন্দীপ দত্ত একবার জাতীয় গ্রন্থাগারে লিটল ম্যাগাজিনের সন্ধানে গিয়ে এইসব পত্রিকার সংরক্ষণের অভাব প্রত্যক্ষ করেন। এই অভিজ্ঞতাই তাঁকে পরে এই লাইব্রেরি গড়ে তুলতে ইন্ধন জোগায়। এই সাক্ষাৎকারে সন্দীপ দত্ত তাঁর কাজ, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সাহিত্যে লিটল ম্যাগাজিনের বর্তমান অবস্থান নিয়ে তাঁর ভাবনা জানিয়েছেন। বাংলালাইভের পক্ষ থেকে তাঁর সাক্ষাৎকার নিয়েছেন তরুণ সাহিত্যিক শাক্যজিৎ ভট্টাচার্য। এটি রেকর্ড করা হয়েছে লিটল ম্যাগাজিন লাইব্রেরি ও গবেষণা কেন্দ্রে।
বাংলালাইভ একটি সুপরিচিত ও জনপ্রিয় ওয়েবপত্রিকা। তবে পত্রিকা প্রকাশনা ছাড়াও আরও নানাবিধ কর্মকাণ্ডে জড়িয়ে থাকে বাংলালাইভ। বহু অনুষ্ঠানে ওয়েব পার্টনার হিসেবে কাজ করে। সেই ভিডিও পাঠক-দর্শকরা দেখতে পান বাংলালাইভের পোর্টালে,ফেসবুক পাতায় বা বাংলালাইভ ইউটিউব চ্যানেলে।