সিংহ আর ইঁদুরের গল্প

পাঁচ বছরের যশোমিতা মায়ের কাছে গপ্পো শুনতে খুব ভালোবাসে। শুনে শুনে মনের মধ্যে কল্পনার সুতো দিয়ে জাল বুনে বুনে ছবি এঁকে ফেলে। সিংহ আর ইঁদুরের গপ্পে সে ইঁদুরকে একে ফেলেছে আর পাঠিয়ে দিয়েছে বাংলালাইভের দপ্তরে।
যশোমিতার বয়স পাঁচ এবং আদরের নাম গুটুনবুড়ি। তিনি কারমেল স্কুলে লোয়ার কেজিতে পড়েন। ফুটবল খেলাটা বেশ পছন্দের। আর পছন্দ গান শুনে শুনে তালে তালে নাচ করা, ইচ্ছেমতো। চকোলেট আর আইসক্রিম পেলে সকলের সঙ্গে ভাব করে নেন চট করে।
পাঁচ বছরের যশোমিতা মায়ের কাছে গপ্পো শুনতে খুব ভালোবাসে। শুনে শুনে মনের মধ্যে কল্পনার সুতো দিয়ে জাল বুনে বুনে ছবি এঁকে ফেলে। সিংহ আর ইঁদুরের গপ্পে সে ইঁদুরকে একে ফেলেছে আর পাঠিয়ে দিয়েছে বাংলালাইভের দপ্তরে।