বলে দাও (কবিতা)

আমি আসছি রিনি, সাড়ে পাঁচশো জন্মের
এবড়োখেবড়ো রাস্তা পেরিয়ে তোমার দেখা পেয়েছি।
দীর্ঘদিনের প্রবাসী উদ্দালক বর্তমানে হিউসটনের বাসিন্দা। পেশাগতভাবে তিনি মেডিকাল রিসার্চের সঙ্গে যুক্ত। সময় পেলে লেখালেখি করতে ভালোবাসেন। বিভিন্ন ব্লগ এবং ওয়েবজিনে ওঁর লেখা নিয়মিত প্রকাশ পায়। মূলত কবিতা লিখতেই ভালোবাসেন।
আমি আসছি রিনি, সাড়ে পাঁচশো জন্মের
এবড়োখেবড়ো রাস্তা পেরিয়ে তোমার দেখা পেয়েছি।