দু’টি কবিতা

শিউলির রঙে পিছুটান কথা বলে, / সাড়ে তিন হাত বদলে ফেলেছে রূপ… উদয়ন গোস্বামীর কবিতায় আলো-আঁধারির রূপ।
উদয়ন গোস্বামীর জন্ম ১৯৮০ সালে। কলকাতায় জন্ম হলেও কর্মসূত্রে মালদহের বাসিন্দা। বাংলা ভাষা ও সাহিত্যের ছাত্র উদয়ন যদিও পেশায় একজন কমপিউটার প্রশিক্ষক, তাঁর নেশা কবিতা। ২০১৫ সালে অভিযান প্রকাশনা থেকে বেরিয়েছে তাঁর প্রথম কাব্যগ্রন্থ 'ঘষা কাচের জানালা'। দেশ, কবিতা পাক্ষিক, দৌড়, চাকা, চেতনা, জলফড়িং ইত্যাদি বিভিন্ন পত্রপত্রিকায় লেখা প্রকাশিত। তাঁর ভাবনায় চেতন ও অবচেতনের সংযোগকারী সেতু হল কবিতা। কবি সেতুর নির্মাতা। পাঠক ব্যবহারকারী।
শিউলির রঙে পিছুটান কথা বলে, / সাড়ে তিন হাত বদলে ফেলেছে রূপ… উদয়ন গোস্বামীর কবিতায় আলো-আঁধারির রূপ।