আগুন পাখির সারি

বাজপাখিটা অনেক উঁচুতে, খালি চোখে শুধুই ডানা – পালকে ঢাকা তীক্ষ্ণ নখ – সুযোগ বুঝে দেবে হানা।