আগুন পাখির সারি

বাজপাখিটা অনেক উঁচুতে, খালি চোখে শুধুই ডানা – পালকে ঢাকা তীক্ষ্ণ নখ – সুযোগ বুঝে দেবে হানা।
পেশায় কোন্নগর মিউনিসিপ্যালিটির কর্মী, নেশায় কবি। লিখে ফেলেছেন বেশ কটি কবিতার বই। অত্যন্ত সুবক্তা এই কবি পরিচিত মহলে দারুণ জনপ্রিয়।
বাজপাখিটা অনেক উঁচুতে, খালি চোখে শুধুই ডানা – পালকে ঢাকা তীক্ষ্ণ নখ – সুযোগ বুঝে দেবে হানা।