শাঁওলিদি

ব্যক্তি শাঁওলি মিত্রকে খুব কাছ থেকে দেখেছেন। নিজের অভিনয়জীবনের শুরুই শাঁওলি মিত্রের পাশে পাশে, এক মঞ্চে, একই গুরুর শিষ্যত্বে। শাঁওলিদিকে নিয়ে লিখলেন বিশিষ্ট নাট্যকার সৌমিত্র বসু।
সৌমিত্র বসুর জন্ম কলকাতায়। শিক্ষা, গবেষণা ও অধ্যাপনা বাংলা সাহিত্যে। পরবর্তীতে নাটক নিয়ে পড়িয়েছেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়েও। ভারতীয় নাট্য আকাদেমির সাধারণ পরিষদ ও পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির সদস্যও ছিলেন। নাট্যকার, প্রাবন্ধিক, কবি। অন্তর্মুখ নাট্যদলের সভাপতি, নির্দেশক ও প্রধান অভিনেতা তিনি। তাঁর নাট্যচর্চার শুরু বহুরূপীতে। তৃপ্তি মিত্র এবং কুমার রায়ের নির্দেশনায় বেশ কিছু গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। নাটক লেখার জন্য পেয়েছেন পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমি পুরস্কার-সহ বহু সম্মাননা।
ব্যক্তি শাঁওলি মিত্রকে খুব কাছ থেকে দেখেছেন। নিজের অভিনয়জীবনের শুরুই শাঁওলি মিত্রের পাশে পাশে, এক মঞ্চে, একই গুরুর শিষ্যত্বে। শাঁওলিদিকে নিয়ে লিখলেন বিশিষ্ট নাট্যকার সৌমিত্র বসু।