ফটোস্টোরি: ২০ মিনিট ক্রাফ্টস – আজ কলকাতা

২০ মিনিটস ক্রাফ্টস – সিদ্ধার্থ পাল-এর মোবাইল ফোন ক্যামেরায় কলকাতার রাস্তায় ঘুরে ২০ মিনিটের মধ্যে তোলা ১০টি ছবির একটি অ্যালবাম “আজ কলকাতা”
সিদ্ধার্থ পালের গল্প এবং ছবি অনেকটা গল্পের মতো। ছবি তোলার ব্যকরণ তিনি মন দিয়ে শিখেছেন, তবে তা নিয়ম ভাঙবার জন্যই। আলো-ছায়া, মানব-শরীর, নিয়ে তিনি নিরন্তর পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছেন। কিছুদিন আগে চোখের এক মারাত্মক অসুখ তাঁর দৃষ্টিশক্তি কমিয়ে দিয়ে ছবি তোলায় বাধা হয়ে দাঁড়ালেও, তিনি কম আলোয় ছবি তোলা চালিয়ে গেছেন এবং বহু আকর্ষণীয় ছবি তুলেছেন।
২০ মিনিটস ক্রাফ্টস – সিদ্ধার্থ পাল-এর মোবাইল ফোন ক্যামেরায় কলকাতার রাস্তায় ঘুরে ২০ মিনিটের মধ্যে তোলা ১০টি ছবির একটি অ্যালবাম “আজ কলকাতা”