অমৃতের আস্বাদ!

মানিক কহিল, “পিঠ পেতে দিই দাঁড়াও।আম দুটো ঝোলে, ওর দিকে হাত বাড়াও।উপরের ডালে সবুজে ও লালেভরে আছে, কষে নাড়াও।নিচে নেমে এসে ছুরি দিয়ে শেষেব’সে ব’সে খোসা ছাড়াও।যদি আসে মালি চোখে দিয়ে বালি পারো যদি তারে তাড়াও।বাকি কাজটার মোর ‘পরে ভার,পাবে না শাঁসের সাড়াও।আঁঠি যদি থাকে […]