কিন্নর কৈলাসে: শেষ পর্ব

মনে হল বসপা যেন দূরের বরফে মোড়া পাহাড় থেকে বেরিয়ে সোজা আমাদের দিকে বয়ে আসছে সবুজ জঙ্গল ভেদ করে। সেতুর অন্য পারে নদীর ধারে নানা রঙের তাঁবুর সারি, পর্যটকদের থাকার জন্য… কিন্নর ঘুরে এসে লিখলেন সন্দীপ মিত্র।
কিন্নর কৈলাসে: পর্ব ১

কিন্নর কৈলাস এখনও পর্যন্ত পর্যটক মানচিত্রে শিমলা কুলু মানালির মতো অতি জনপ্রিয় হয়ে ওঠেনি। তাই কোনও কোনও জায়গায় এখনও প্রকৃতির আদিম সৌন্দর্য উপভোগ করা যায়, বরফঢাকা পাহাড়ের হাতছানি, দেবভূমির আভাস মেলে। ঘুরে এলেন সন্দীপ মিত্র।