বাঙালি নকশার গুরুঠাকুর

প্রসন্ন সিংহের অনুদিত মহাভারত গম্ভীর গমক মন্ডিত, সুললিত তৎসম খচিত। সেই একই লোক হুতোম প্যাঁচার নকশা লিখলেন কেন, যা ফুকালীক্কুড়ি, ফাজলামি এবং ইচ্ছাকৃত গুরুচণ্ডালির আকরগ্রন্থ? কারণ একটাই। বাংলা ভাষার লেখকদের মধ্যে কালীপ্রসন্নই প্রথম, যিনি অনুধাবন করেন, যে, ভাষা কেবল ভাবপ্রকাশের পোশাক নয়।