ফটোস্টোরি: পুরীর রথ নির্মাণ

Puri Rathyatra-Photography-Sabyasachi Banerjee

সাধারণত ভারতের সব জায়গাতেই বিভিন্ন দেবতার রথ সংরক্ষিত থাকে। কিন্তু পুরীর রথ তার ব্যতিক্রম। প্রতি বছর জগন্নাথ, বলরাম ও সুভদ্রার জন্য রথ তৈরী করা হয়, তারপর রথযাত্রার শেষে সেগুলিকে ভেঙ্গে ফেলা হয়। সব্যসাচী ব্যানার্জির ক্যামেরায় সেই রথ নির্মাণের কিছু ছবি