সত্যি সাবিত্রী

দশ টাকা মজুরিতে সিনেমায় ‘এক্সট্রা’ হিসেবে কাজ শুরু করেছিল যে মেয়েটি, শেষমেশ তার দখলে এল বাংলা ছবির শ্রেষ্ঠ অভিনেত্রীর স্থান, তর্কাতীতভাবেই। সাবিত্রী চট্টোপাধ্যায়ের কথা, তাঁর নিজের কলমে। ‘সত্যি সাবিত্রী’ নামে তাঁর আত্মজীবনী থেকে।
সাবিত্রী চট্টোপাধ্যায় বাংলার সর্বকালের সেরা অভিনেত্রীদের একজন। তিনি এক লড়াইয়ের মুখ। পূর্ববঙ্গের ঢাকা বিক্রমপুর থেকে শৈশবে কলকাতায় এসে ক্রমে নাটক ও পরে ফিল্মে অভিনয়ের মাধ্যমে খ্যাতির চূড়ায় ওঠেন। অভিনয় করেছেন অজস্র বাংলা ছবি ও নাটকে। টিভি ধারাবাহিকে এখনও দাপটের সঙ্গে কাজ করে চলেছেন। প্রথম জীবনের অপমান, লাঞ্ছনা, দারিদ্র উপেক্ষা করে তৈরি করেছেন নিজের অবিসংবাদী স্থান, ঘটিয়েছেন এক নিঃশব্দ মহাবিপ্লব।
দশ টাকা মজুরিতে সিনেমায় ‘এক্সট্রা’ হিসেবে কাজ শুরু করেছিল যে মেয়েটি, শেষমেশ তার দখলে এল বাংলা ছবির শ্রেষ্ঠ অভিনেত্রীর স্থান, তর্কাতীতভাবেই। সাবিত্রী চট্টোপাধ্যায়ের কথা, তাঁর নিজের কলমে। ‘সত্যি সাবিত্রী’ নামে তাঁর আত্মজীবনী থেকে।