এস এম সোলায়মানের নাটক: রাজনীতির খতিয়ান

এসএম সোলায়মানের প্রাথমিক উপস্থিতি ঘোষিত হয়েছিল চট্টগ্রামে নিজ জন্মজেলায়। ‘শিকল পরিয়ে দাও’, ‘তিন রোস্তমের গপ্পো (১৯৭৮)’, ‘সূয্যিমামার বরযাত্রী’, ‘কবর’, ‘সোজন বাদিয়ার ঘাট’ মৌলিক নাটক ও নাট্যরূপের মাধ্যমে সে ঘোষণা শোনা গেল খুবই স্বাভাবিক স্বরে।
গল্প: অপছন্দ

শামসুল আলম সাহেব গিয়েছিলেন গ্রামের বাড়ি ভৈরব। ওখানে বড় দুটো পুরনো কড়ই গাছ গত পরশুর ঝড়ে উপড়ে পড়েছিল। বাড়ি থেকে আলতাফ ফোন করে জানাবার পর গতকাল তিনি গিয়েছিলেন বাড়ি।