সুজন ডাবলিন দুর্গোৎসব ২০১৯

আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে প্রতি বছরের মতোই এই বছরেও বেজে উঠল আগমনীর সুর| সেপ্টেম্বরের ২৮ ও ২৯ তারিখে সম্পন্ন হল দুর্গা পুজো| ২০০১ সালের বিজয় দশমীতে ডাবলিনের বাঙালিরা একত্রিত হয়েছিলেন| গল্পের মাঝেই বাংলা সাংস্কৃতিক সমিতি তৈরি করার কথা মাথায় আসে তাঁদের| আয়ারল্যান্ডে অবস্থিত ভারতীয় এমব্যাসিতে কর্মরত স্বপন মাসিদের তৎপরতায় তৈরি হয় সেইখানকার বাংলা সাংস্কৃতিক সমিতি ‘সুজন’| সেই […]