ছড়াছড়ি থেকে এলোমেলো (প্রথম কিস্তি)

‘ছড়াছড়ি’ বাঁধানোর সময় খেয়াল রাখা হয়েছিল, যাতে ছোটরা ওটার যে কোনও পাতা পুরোপুরি খুলে, দু’পাশের দুটো পাতার ওপর দু’হাত রেখে বইটা পড়তে পারে। এই আশ্চর্য বই তৈরির নেপথ্য কাহিনি শোনালেন পিয়ালী বন্দ্যোপাধ্যায়।
পিয়ালী বিভিন্ন বাণিজ্যিক পত্রিকা এবং চড়ুইপত্রে গদ্য এবং পদ্য লিখে চলেছেন অনেকদিন ধরে। ছবি আঁকা তাঁর প্রতিদিনের যাপনের মধ্যে পড়ে। বই এবং পত্রপত্রিকায় প্রচ্ছদ এবং অলঙ্করণের কাজও খুব কম নয়। বেড়াতে বা ট্রেকিংয়ে গিয়ে বেড়ানোর অভিজ্ঞতা নোটখাতায় লেখা এবং ছবি আঁকার অভ্যেস কলেজজীবন থেকেই। ভূগোলের এই শিক্ষিকা ছাত্রছাত্রীদের নিয়ে মাঠে-ঘাটে গাছ পুঁতে বেড়ান। প্রিয় শখ বইপড়া, সিনেমা দেখা।
‘ছড়াছড়ি’ বাঁধানোর সময় খেয়াল রাখা হয়েছিল, যাতে ছোটরা ওটার যে কোনও পাতা পুরোপুরি খুলে, দু’পাশের দুটো পাতার ওপর দু’হাত রেখে বইটা পড়তে পারে। এই আশ্চর্য বই তৈরির নেপথ্য কাহিনি শোনালেন পিয়ালী বন্দ্যোপাধ্যায়।