কবিতা: স্মৃতিধার্য নয়

অধিকন্তু নীল/ গোপনে আমাকে ডাকে/ আর দেখে যাই শুধু/ বিষাদমিছিল… প্রেম, ভালোবাসা আর স্মৃতিচারণের আখরমালা পার্থ মজুমদারের কলমে।
পার্থ মজুমদারের জন্ম ১৯৬৯ সালে। পেশা শিক্ষকতা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইংরাজির স্নাতকোত্তর পার্থর পাঁচটি কাব্যগ্রন্থ ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। প্রথম কাব্যগ্রন্থ সন্ধ্যার স্বরলিপি প্রকাশিত হয় ১৯৯৯ সালে। সর্বশেষ কবিতার বই ২০১৯ সালে হাওয়ার গান।
অধিকন্তু নীল/ গোপনে আমাকে ডাকে/ আর দেখে যাই শুধু/ বিষাদমিছিল… প্রেম, ভালোবাসা আর স্মৃতিচারণের আখরমালা পার্থ মজুমদারের কলমে।