সৃজনশীলতায় মৌলিক চিন্তার জৈব বনাম কৃত্রিম জগতের যুগসন্ধিক্ষণ

তাহলে একজন কবির বৈশিষ্ট কী রইল? তাঁকে শব্দমালা জানতে হবে, সেই শব্দের ব্যবহার জানতে হবে, তিনি কী লিখতে চান সেটা পরিষ্কার থাকতে হবে এবং ব্যাকরণগত প্রয়োগ সম্বন্ধে সম্যকজ্ঞান নিয়ে সৃষ্টি করতে হবে। তাহলে কি কবিতা লেখা এতটাই সহজ!
লিখলেন ওঙ্কার প্রসাদ ঘোষ।