একটা ছোট্ট প্রশ্ন

ছবি এঁকেছে ছোট্ট নীরাজনা। হাবে ভাবে অবশ্য সে ছোট নয় একটুও। বয়সেই যা…। তাই শুধু ছবি না এঁকে, সঙ্গে ছড়াও লিখে দিয়েছে বাংলালাইভকে।
নীরাজনা দোলনা ডে স্কুলে ক্লাস ওয়ানে পড়ে। জগৎসংসার বিষয়ে অসীম কৌতূহল। কথা বলতে খুব ভালো লাগে তার। আর ভালো লাগে সিনেমা দেখতে, কমিক্স আঁকতে, গান গাইতে আর ঘুমোতে। নীরাজনার প্রিয় খাবার শসা, মাখন, বিটনুন আর পিৎজা। বড় হয়ে নীরাজনা মহাকাশচারী হতে চায়।
ছবি এঁকেছে ছোট্ট নীরাজনা। হাবে ভাবে অবশ্য সে ছোট নয় একটুও। বয়সেই যা…। তাই শুধু ছবি না এঁকে, সঙ্গে ছড়াও লিখে দিয়েছে বাংলালাইভকে।