সাহিত্য আর বিপ্লব

নবারুণ ভট্টাচার্য। এ নামের কোনও পরিচিতি হয় না, কোনও ইতিহাস হয় না, কোনও স্থানকালভেদ হয় না। আজ তাঁর জন্মদিন। একটি অগ্রন্থিত গদ্য রইল বাংলালাইভের পাঠকদের জন্য।
নবারুণ ভট্টাচার্যের জন্ম ১৯৪৮ সালে। ২০১৪ সালে অগ্ন্যাশয়ের ক্যানসারে তিনি প্রয়াত হন। বাঙালি লেখককুল তাঁকে চিরকাল প্রথাবিরোধী ছকভাঙা কবি ও কথাসাহিত্যিক হিসেবেই চিনে এসেছে। তবে বস্তুত তিনি ছিলেন একজন সক্রিয় রাজনৈতিক চিন্তক ও কর্মী। ১৯৯৬ সালে বঙ্কিম পুরস্কার ও ১৯৯৭ সালে সাহিত্য অকাদেমি পুরস্কারে সম্মানিত হন। যদিও পুরস্কার বা স্বীকৃতির ধার ধারেননি নবারুণ, জীবদ্দশায়।
নবারুণ ভট্টাচার্য। এ নামের কোনও পরিচিতি হয় না, কোনও ইতিহাস হয় না, কোনও স্থানকালভেদ হয় না। আজ তাঁর জন্মদিন। একটি অগ্রন্থিত গদ্য রইল বাংলালাইভের পাঠকদের জন্য।