কবিতা: শাহীঘুণ

মরদ মহুয়ার নেশার হাওয়া শুঁকে/
নিব কলমের খাঁজে দম দিয়ে যায়/
টেবিল ঘড়ির ছটফটানি,/
চামড়ার কাঁপুনিও খাবলে খায় টোল পড়া জলাভূমি/
আর্ত লালার খালে ডুব দেয় তৃপ্তি, আরও একবার; শাদা কাদামাটি ছদ্মনামে কবির কথা।
কবিতা: অন্তরাত্মা ও ছায়াগাছ

একা মহীরুহ সৃষ্টিরে কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে খোয়াবের উঠোনে,
হরিয়ালের সমস্ত খাঁই মেটানোর পর –
একফালি শান্ত ছায়ারে নিশ্চিত দাদন দিয়ে… বৃক্ষছায়ার নিশ্চিন্ততায় কবিতার আনাগোনা। কবির নাম শাদা কাদামাটি।