মুক্তির আলো

“মুক্তি? ওরে মুক্তি কোথায় পাবি,/ মুক্তি কোথায় আছে।” মুক্তি শব্দটির সঙ্গে জড়িয়ে থাকা যে আবেগ, তাকে জীবন দিয়ে উপলব্ধি করতে হয়। মুক্তি মানে শুধুমাত্র বাঁধন মুক্ত হওয়া নয়, অন্যকে সেই বাঁধন-মুক্তির পথে নিয়ে যাওয়াও। ২০০৮ সাল মাদ্রিদ শহরে “ওয়ার্ল্ড উইমেন কংগ্রেস” -এ পেপার পড়তে গেছি । শহরের কেন্দ্রে অবস্থিত যে বিশাল হল ঘরটিতে এর সূচনা […]