কবিতা: একটি প্রেমের কষ্ট

তোমার শরীরে ঐশ্বর্যের বিচিত্র প্রকাশ / সুকোমল আবরণে পেলব রেখেছ তুমি / এমন আদর্শবাদ তোমাকে আবর্তন করে… বিষাদ ও যন্ত্রণার ধূপছায়া প্রান্তরে একাকী নারীর কথা লিখলেন মনোরঞ্জন নস্কর।
মনোরঞ্জন নস্কর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। পেশা অধ্যাপনা। সিটি কলেজ অফ কমার্স অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে বাংলার অধ্যাপক। প্রবন্ধ এবং কবিতা লেখেন।
তোমার শরীরে ঐশ্বর্যের বিচিত্র প্রকাশ / সুকোমল আবরণে পেলব রেখেছ তুমি / এমন আদর্শবাদ তোমাকে আবর্তন করে… বিষাদ ও যন্ত্রণার ধূপছায়া প্রান্তরে একাকী নারীর কথা লিখলেন মনোরঞ্জন নস্কর।