বিশ্বভারতী: অঙ্কুর থেকে বৃক্ষ

রবীন্দ্রনাথের বিশ্বভারতী-ভাবনা উগ্র জাতীয়তাবাদী ধারণার সঙ্গে বিপরীত সম্পর্কে যুক্ত হয়ে গিয়েছিল। কারণ, তিনি ভাবছিলেন জাতি ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে বিশ্বমানবের মিলনের কথা। লিখছেন কুন্তল রুদ্র।
কুন্তল রুদ্র পেশায় ছিলেন অধ্যাপক। বোলপুর কলেজে অধ্যাপনা করেছেন। বিশ্বভারতীর প্রাক্তনী কুন্তল সাহিত্যচর্চা করছেন বহুদিন যাবৎ। তাঁর একাধিক কাব্যগ্রন্থ রয়েছে। অরুণ মিত্রের কবিতা নিয়ে তাঁর গবেষণাধর্মী গ্রন্থ 'অরুণ মিত্রের কবিতা : পালক পাথর কথামালা' পাঠকমহলে সমাদর পেয়েছে।
রবীন্দ্রনাথের বিশ্বভারতী-ভাবনা উগ্র জাতীয়তাবাদী ধারণার সঙ্গে বিপরীত সম্পর্কে যুক্ত হয়ে গিয়েছিল। কারণ, তিনি ভাবছিলেন জাতি ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে বিশ্বমানবের মিলনের কথা। লিখছেন কুন্তল রুদ্র।