পাখি-পিছুধাওয়া লাটপাঞ্চোরে

একদিকে প্রায় ৭৫ ডিগ্রি খাড়া পাহাড়, অন্য দিকে খাদ। গভীরতা বোঝা যায় না। ঘন জঙ্গলে ঢাকা। মাঝে ফুটখানেক চওড়া একটা পায়ে চলা পথ। সাবির বার বার সাবধান করছিল রাস্তা থেকে চোখ না সরাতে। কিন্তু সাবিরের বাবা সকালেই জানিয়েছিলেন ডানদিকের ওই খাদ থেকেই কয়েকটা দিন আগে উপরে উঠে এসেছিল একটা ব্ল্যাক প্যান্থার। তাই না চাইলেও একবার […]