ঝুমুর পাণ্ডে
ঝুমুর পান্ডের জন্ম অসমের হাইলাকান্দি জেলার কাঠলিছড়া চা বাগানে এক প্রগতিশীল সংস্কৃতিমনস্ক বামপন্থী পরিবারে। ছোটবেলা থেকেই তাঁর সৃষ্টিশীল লেখালিখির শুরু এবং তখন থেকেই বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হচ্ছে তাঁর আখ্যান গুলো। মূলত চা বাগান ও খেটে খাওয়া নিম্নবর্গের প্রান্তিক মানুষজনদের নিয়েই তাঁর লেখালিখি। সাহিত্যের সব ক্ষেত্রেই তার অবাধ বিচরণ। তামিল, তেলেগু, ওড়িয়া, মারাঠি, ইংরেজি, হিন্দি, অসমীয়া, মনিপুরী, সাদরি ইত্যাদি ভাষায় তাঁর লেখা অনুবাদ হয়েছে। সাহিত্যের জন্য পেয়েছেন বেশ কয়েকটি পুরস্কার এবং সম্মান।