ছোটগল্প: স্ক্রিপ্ট

বাড়ি ফিরে এসে ডোরিনাকে উত্তেজিতভাবে ফোনে কথা বলতে শোনে সুতপা। তারপর ডোরিনা বেরিয়ে যায়। সুতপার হাতে পড়ে ডোরিনার খুলে রাখা ল্যাপটপ। আর বাড়িটাও কেমন যেন বদলে যায়। লিখছেন গৌতম চক্রবর্তী।
গৌতম চক্রবর্তীর জন্ম ১৯৭৩ সালে ঝাড়খণ্ডের জামশেদপুরে। সফটঅয়্যার প্রোগ্রামার হিসেবে কর্মজীবনের শুরু। এখন পেশায় সফটঅয়্যার মার্কেটিং ম্যানেজার। বর্তমানে কলকাতাবাসী। কিছু সময়ের জন্য 'একালের রক্তকরবী' পত্রিকার সহ-সম্পাদকের ভূমিকা পালন করেছেন। মূলত ছোটগল্পকার ও প্রাবন্ধিক।
বাড়ি ফিরে এসে ডোরিনাকে উত্তেজিতভাবে ফোনে কথা বলতে শোনে সুতপা। তারপর ডোরিনা বেরিয়ে যায়। সুতপার হাতে পড়ে ডোরিনার খুলে রাখা ল্যাপটপ। আর বাড়িটাও কেমন যেন বদলে যায়। লিখছেন গৌতম চক্রবর্তী।