বিস্মৃত ভাবুক অন্নদাশঙ্কর

কয়েক কলি ছড়ার বাইরে বঙ্গসন্তানদের কজন মনে রেখেছেন এই কৃতী মানুষটিকে? কতজন পড়েছেন তাঁর অননুকরণীয় গদ্যমালা? রবীন্দ্রনাথ, গান্ধী, টলস্টয়ের মতো চিন্তকদের নিয়ে অন্নদাশঙ্করের ভাবনা, লিখন, যাপন হারিয়ে গিয়েছে বাঙালিজীবন থেকে। ফিরে দেখলেন কবি গৌতম বসু।