অর্থনীতির লিঙ্গবৈষম্য: রবিনসন থেকে ডুফলো

মননচর্চা ও বিদ্যার্জনের বহুবিধ ক্ষেত্রের মধ্যে অর্থনীতি এমন একটি ক্ষেত্র যেখানে আজও নারীর সংখ্যা হাতে গোনা, তাঁদের কাজের স্বীকৃতি আরও কম। ইতিহাস ছেনে তারই ব্য়াখ্যা খুঁজলেন ডাঃ সীমন্তিনী মুখোপাধ্যায়।
ডাঃ সীমন্তিনী মুখোপাধ্যায় বরাবরই কলকাতার বাসিন্দা। প্রেসিডেন্সির প্রাক্তনী। বর্তমানে অর্থনীতি পড়ান আর গবেষণা করেন ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ় কলকাতায়। গবেষণার আগে দু'বছর নানা রকম চাকরি করেছেন, এমনকী সাংবাদিকতাও। নানা রকম বই পড়তে আর লেখালেখি করতে ভালবাসেন। তবে এখন সাত বছরের মেয়ের স্কুল বন্ধ থাকায় 'সহজ পাঠ' আর 'গুড গ্রামার' ছাড়া বিশেষ কিছু পড়ার সময় পান না।
মননচর্চা ও বিদ্যার্জনের বহুবিধ ক্ষেত্রের মধ্যে অর্থনীতি এমন একটি ক্ষেত্র যেখানে আজও নারীর সংখ্যা হাতে গোনা, তাঁদের কাজের স্বীকৃতি আরও কম। ইতিহাস ছেনে তারই ব্য়াখ্যা খুঁজলেন ডাঃ সীমন্তিনী মুখোপাধ্যায়।