জ্যাক ড্যানিয়েলসের অন্দরমহলে

কী করে তৈরি হয় বিশ্ববিখ্যাত জ্যাক ড্যানিয়েলের হুইস্কি? সেই ডিস্টিলারির আনাচ কানাচ ঘুরে এসে লিখলেন বিশ্বপ্রতীম ভৌমিক।
দীর্ঘদিনের প্রবাসী বিশ্ব প্রতীম ভৌমিকের জন্ম ও বেড়ে ওঠা কলকাতায়। কলকাতার ডন বসকো স্কুল ও সেন্ট জেভিয়ার্স কলেজে পড়াশোনার পর উচ্চশিক্ষার জন্য় মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি। বর্তমানে ফর্ডহ্য়াম ইউনিভার্সিটিতে কর্মরত। ভালবাসেন ঘুরে বেড়াতে ও ছবি তুলতে।
কী করে তৈরি হয় বিশ্ববিখ্যাত জ্যাক ড্যানিয়েলের হুইস্কি? সেই ডিস্টিলারির আনাচ কানাচ ঘুরে এসে লিখলেন বিশ্বপ্রতীম ভৌমিক।