রুকুর রঙ

এপ্রিল মাস ওয়র্ল্ড অটিজম মান্থ। অটিজম সম্পর্কে সচেতনতা বাড়াতে চিহ্নিত এই মাস। অটিসটিক শিল্পী-লেখক রুকুর দুনিয়ার নানা রঙ তুলে ধরল বাংলালাইভ।
রুকুর দুনিয়া

বিনায়ক রুকুর দুনিয়াটা আমাদের চাইতে একটু আলাদা। একটু বেশি রঙিন, একটু বেশি মজার।
আমি রুকু বিনায়ক। সবাই বলে আমি বুদ্ধু। ভোঁদাই। মা আমাকে গাধা বলে না মুনা বলে।পাপা বলে পুচাই। আমার দুটো হাত, দশটা হাতের আঙুল,দুটো চোখ আছে,যা দিয়ে আমি ছবি আঁকা। পাপা মা বলে আমার অটিজম আছে। অটিজম কি আমি জানিনা। তবে আমি একটু কেমন যেন। আমার গাড়ির চাকা, টেবিল ফ্যান, ছোট ছোট রবারের পুতুল ,রং,তুলি পেন্সিল ভাল লাগে।আমি লাফাতে ভালোবাসি। এ দেয়াল থেকে ও দেয়াল। সব দেয়ালে হাতের চাপ,সব দেয়ালে সর্দি,নাকের পোঁটা লাগে। মা বলে যাতা। আর মোছে।।
এপ্রিল মাস ওয়র্ল্ড অটিজম মান্থ। অটিজম সম্পর্কে সচেতনতা বাড়াতে চিহ্নিত এই মাস। অটিসটিক শিল্পী-লেখক রুকুর দুনিয়ার নানা রঙ তুলে ধরল বাংলালাইভ।
বিনায়ক রুকুর দুনিয়াটা আমাদের চাইতে একটু আলাদা। একটু বেশি রঙিন, একটু বেশি মজার।