দীপনারায়ণ মিঠোলিয়া – বেতারের এক অবিস্মরণীয় বিস্মরণ

কলকাতা বেতার মানেই বাঙালির প্রাণের জিনিস। মহালয়া তার আজীবনের মননসঙ্গী। কিন্তু সেই প্রতিষ্ঠানের মধ্যে এক প্রতিষ্ঠানস্বরূপ হয়ে বিরাজ করেছেন জনৈক অবাঙালি ভদ্রলোক, দীপনারায়ণ মিঠোলিয়া। রবীন্দ্রসঙ্গীতের ভাষান্তর থেকে শুরু করে বাংলা ছায়াছবির গান, হিন্দি-উর্দু অনুষ্ঠানের প্রযোজনা, সে ভাষায় বেতার নাটকের অনুবাদ ও প্রযোজনা– কী করেননি তিনি! আমরা তাঁকে সম্পূর্ণ বিস্মৃত হয়েছি।