এক ছোট্ট শহরের পুজোর কথা।

এক ইউনিভার্সিটি শহরের পুজোর গল্প বলব আপনাদের। শহরটির নাম ওয়েস্ট লাফায়েত। ওয়েস্ট যখন আছে তখন ইস্টও থাকার কথা কিন্তু নেই। আমাদের হাওড়া ও কলকাতার মাঝে যেমন হুগলি নদী তেমনি লাফায়েত আর ওয়েস্ট লাফায়েতের মাঝে আছে ওয়াবশ নদী। খুব বড় নয় তা-ও এই দেশের তুলনায় বড়। নদীর পশ্চিমপাড়ে ইউনিভার্সিটি। নাম হল জন পারডুর নামাঙ্কিত পারডু ইউনিভার্সিটি। […]