রাহুলদেবের মিউজি-ম্যাজিক (স্মৃতিতর্পণ)

R D Burman

কুড়িতে পা দেবার আগেই এসেছিল স্বপ্নপূরণের হাতছানি। গুরু দত্ত তাঁর একটি ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন রাহুল দেব বর্মণকে। চারটে গান তৈরিও হয়ে গেল, কিন্তু খামখেয়ালি গুরুদত্ত দিলেন সে ছবির কাজ বন্ধ করে।