ইয়ালা ন্যাশনাল পার্ক শ্রীলঙ্কা – অরূপ দাশগুপ্তর ছবি

শ্রীলঙ্কা ইয়ালা ন্যাশনাল পার্কের ছবি – অরূপ দাশগুপ্ত Previous Next এখানে অরণ্য গভীর সখ্যতায় ভারত মহাসাগরের ধূসর নীল জলকে ছুঁয়ে থাকে । সমুদ্রের সফেন ঢেউ রোজ ভিজিয়ে দিয়ে যায় মাটির ওপর জেগে থাকা ম্যানগ্রোভের শ্বাসমূল, – লেগুন আর খাঁড়ির পথ ধরে সকাল বিকেল নোনা জলের সঙ্গে চলে পর্ণমোচী বনস্পতির লুকোচুরি খেলা। বিস্তীর্ণ ঘাসজমি আর ঝোপঝাড়ের […]