পাহাড়ের ভোর

আরণ্যক শহরে থাকলেও পাহাড়ের গ্রাম তার ভারই প্রিয়। তারই ছবি এঁকেছে সে। তারই কথা গল্পও করেছে।
আমার নৌকো

ক্লাস ওয়ানটা কেটে গেল গোটা লকডাউন জুড়েই। আর কিছুদিন পরেই ক্লাস টু হবে। আবার নতুন বইয়ের গন্ধ কবে পাওয়া যাবে কে জানে! অপেক্ষা করতে করতে আরণ্যক এঁকে ফেলল ছবি, লিখে ফেলল গপ্পো।