খিদের গল্প (কবিতা)

চৌকাঠ না থাকা ঘরে খিদে নেই / একথা জানে না চাকা
উদযাপন

গোপন দিয়েছি, দিয়েছি ঠোঁটের আদিম / প্লেট সেজেছে আঁশগন্ধে চোবানো তারায়
দুর্গাপুর নিবাসী অরণ্যা সাহিত্যানুরাগী। পড়াশোনা করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে। একাধিক বাংলা ছোট পত্রিকা ও ওয়েবজিনে নিয়মিত লেখেন। দুর্গাপুর থেকে প্রকাশিত চর্যাপদ পত্রিকার যুগ্ম সম্পাদক অরণ্যা বেড়াতে এবং আড্ডা মারতে ভালোবাসেন।
চৌকাঠ না থাকা ঘরে খিদে নেই / একথা জানে না চাকা
গোপন দিয়েছি, দিয়েছি ঠোঁটের আদিম / প্লেট সেজেছে আঁশগন্ধে চোবানো তারায়