ভিয়া দোলোরোসা…

বড়দিন। মানে জিজ্ঞাসা করলেই আট থেকে আশি একবাক্যে বলে দেবে যিশুখ্রিস্টের জন্মদিন। কিন্তু সত্যিই কি তাই? ঈশ্বরের বরপুত্রের জন্ম এবং মৃত্যু ঘিরে মিথ আর ইতিহাস পাকে পাকে জড়ানো। সেই রাস্তায় এক পাক ঘুরে এলেন অনিশ্চয় নিয়োগী।
অনিশ্চয় মূলত প্রাবন্ধিক। উপনিবেশবাদ ও ঔপনিবেশিক ইতিহাস বিষয়ে চর্চা করেন। এ ছাড়াও খেলার ইতিহাস ও বিজ্ঞান বিষয়ে প্রবন্ধ রচনায় বিশেষ পারদর্শী। অবসরে বই পড়তে, গান শুনতে, বিশ্বের নানা প্রান্তের সিনেমা দেখতে ভালবাসেন। রবীন্দ্রসঙ্গীত থেকে পাশ্চাত্য সঙ্গীত - সবরকম গান নিয়েই অনিশ্চয়ের সমান উৎসাহ।
বড়দিন। মানে জিজ্ঞাসা করলেই আট থেকে আশি একবাক্যে বলে দেবে যিশুখ্রিস্টের জন্মদিন। কিন্তু সত্যিই কি তাই? ঈশ্বরের বরপুত্রের জন্ম এবং মৃত্যু ঘিরে মিথ আর ইতিহাস পাকে পাকে জড়ানো। সেই রাস্তায় এক পাক ঘুরে এলেন অনিশ্চয় নিয়োগী।