এক্ষণ ও সৌমিত্র

সৌমিত্র তখন সত্যজিৎ রায়ের সিনেমা ‘অপুর সংসার’-এ নায়কের ভূমিকায় অসাধারণ সাফল্যের সুবাদে নতুন নায়ক৷ বাঙালি মধ্যবিত্তদের চোখে তিনি একজন আইকন৷ সবে পা দিয়েছেন তাঁর সাফল্যের প্রথম সিঁড়িতে৷ এই সময় তিনি একটি পত্রিকার যুগ্ম-সম্পাদক হতে রাজি হচ্ছেন বন্ধুর অনুরোধে৷