স্বপ্ন (কবিতা)

আমাকে কেউ চিনতে যেও না বরং
আমি সুজাতা নই,
আমি আম্রপালী।
জন্ম ১৯৯৬ সালে আগরতলায়। উচ্চশিক্ষার জন্য খড়গপুরে আসা। হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজের ছাত্রী আম্রপালী বেশ কিছুদিন ধরে লিখছেন। অবসরে ছবি আঁকেন, বই পড়েন, শাস্ত্রীয় সংগীত চর্চা করেন। মনেপ্রাণে শিল্পকে আঁকড়ে বাঁচতে চান। আলো ও অন্ধকারের ব্যূহে ভালোবাসা খুঁজে পেতে চান।
আমাকে কেউ চিনতে যেও না বরং
আমি সুজাতা নই,
আমি আম্রপালী।