অক্ষরে পুড়ে: কবিতা

কোনওদিন কলম ধরব ভাবিনি, ভেবেছিলাম, লগি ঠেলে পার করব জীবন। কবির চর্যা-আখ্যান অজিত বাইরির কলমে।
দু’টি কবিতা

এ এক অস্থির সময়। এ এক বিষণ্ণ বেলা। কবি অজিত বাইরির কলমে।
অজিত বাইরীর জন্ম হুগলি জেলার কনকপুর গ্রামে। পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগে আধিকারিকের পদে যোগদান ১৯৭১ সালে, অবসর গ্রহণ করেন 2008 সালে। অজিত বাইরীর কাব্য়গ্রন্থের সংখ্য়া ২৩। এর মধ্য়ে রয়েছে 'অবেলায় রোদ্দুরে তোমার মুখ', 'প্রিজন ভ্য়ান এবং কালপুরূষ', 'শব্দের টেরাকোটা', 'আগুনের চাদর', 'বিষণ্ণ অর্কিড'। তিনি একটি উপন্যাস ও একটি গল্পগ্রন্থও প্রকাশ করেছেন।
কোনওদিন কলম ধরব ভাবিনি, ভেবেছিলাম, লগি ঠেলে পার করব জীবন। কবির চর্যা-আখ্যান অজিত বাইরির কলমে।
এ এক অস্থির সময়। এ এক বিষণ্ণ বেলা। কবি অজিত বাইরির কলমে।